ছিনতাইকারী ধরতে অবহেলা: মোহাম্মদপুর থানার চার পুলিশ সদস্য ক্লোজড

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৮:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৪:১৮:৫৩ অপরাহ্ন

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীদের ধরতে অবহেলার অভিযোগে থানার চার পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। অভিযুক্তরা হলেন—এসআই জসিম, এএসআই আনারুল, কনস্টেবল মজিদুল ও কনস্টেবল নুরনবী।
 

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে তাদের ক্লোজড করা হয় বলে নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এসএম মেহেদী হাসান।
 

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে, যখন মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে সাংবাদিক আহমাদ ওয়াদুদ ছিনতাইয়ের শিকার হন। থানায় গিয়ে সমাধান না পেয়ে উল্টো হয়রানির মুখে পড়েন তিনি। ওসি প্রথমে বিষয়টি গুরুত্ব না দিয়ে তাকে নানা প্রশ্ন করেন। পরে এক এসআইকে দায়িত্ব দিলে ওয়াদুদ তাকে নিয়ে ঘটনাস্থলে যান এবং ছিনতাইকারীদের দেখিয়ে দেন। কিন্তু পুলিশ তাদের গ্রেপ্তার না করে নির্বিকার ছিল।
 

এই ঘটনার বিস্তারিত ফেসবুকে তুলে ধরেন ভুক্তভোগী। তার পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। পরে পুলিশ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করে এবং সংশ্লিষ্ট চার কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে।

 
 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]