ভারতে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, আটকে পড়ার আশঙ্কা আরও অনেকের

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৬:৫১ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১১:৩৬:৫১ পূর্বাহ্ন

ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনায় প্রাণ গেছে অন্তত চার শিশুর। শুক্রবার (২৫ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটের দিকে জেলার মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, ধসের সময় বিদ্যালয় চত্বরে শিক্ষক, কর্মচারী এবং প্রায় ৪০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ঘটনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের নিচ থেকে শিশু ও শিক্ষক-কর্মীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তারা।


দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা। চলছে উদ্ধার অভিযান।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ধসে পড়া ভবনটি ছিল একতলা এবং বহুদিন ধরেই তা জরাজীর্ণ অবস্থায় ছিল। এ নিয়ে আগেও একাধিকবার অভিযোগ জানানো হলেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকারি অবহেলা এবং অবকাঠামোগত দুর্বলতাকেই দায়ী করছেন স্থানীয়রা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]