
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও দগ্ধদের চিকিৎসা দেওয়া হচ্ছে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখন পর্যন্ত সেখানে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। এদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় চীনের হুবেই প্রদেশের উহান থার্ড হসপিটাল থেকে আগত একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে পৌঁছায়। তারা আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসা পরামর্শ দেবেন। এছাড়া সিঙ্গাপুর ও ভারতের বিশেষজ্ঞদের সঙ্গে সমন্বিত চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন তারা। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে একটি আনুষ্ঠানিক ব্রিফিংও হতে পারে বলে জানা গেছে।
হাসপাতাল চত্বরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিমান বাহিনী সমন্বয়ে নেওয়া হয়েছে কড়া নজরদারি। বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। এছাড়া আহতদের চিকিৎসা ব্যয় সম্পূর্ণভাবে বহন করবে সরকার।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই ঢাকায় এসে পৌঁছায় চীনা বিশেষজ্ঞ দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের গ্লোবাল হেলথ ইমার্জেন্সি রেসপন্স অনুবিভাগের প্রধান সৈয়দা জেসমিন সুলতানা মিল্কি।
গেল সোমবার উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে ভয়াবহ আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।