শেখ হাসিনার আত্মীয় শেখ হীরা গ্রেফতার

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৮:১১:০৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৮:১১:০৫ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামাতো ভাই এবং আওয়ামী লীগ নেতা শেখ অলিদুর রহমান হীরাকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার রাতে রাজধানীর ভাটারা থানার অন্তর্গত বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
 

গ্রেফতারকৃত হীরা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ছিলেন। তিনি শেখ হাসিনার চাচাতো মামা শেখ আকরাম হোসেনের ছেলে।
 

র‍্যাব জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলায় শেখ হীরার সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে। তার নেতৃত্বে রাজধানীর কোতয়ালী, রামপুরা ও উত্তরা পশ্চিম থানা এলাকাসহ খুলনার দিঘলিয়া ও গোপালগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলা চালানো হয়। এসব ঘটনায় একাধিক মামলা হয়েছে ঢাকার ডিএমপির বিভিন্ন থানায়, পাশাপাশি খুলনা ও গোপালগঞ্জে।
 

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, “মামলা হওয়ার পর থেকে হীরা পালিয়ে বেড়াচ্ছিলেন। তাকে ধরতে আমাদের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেফতার করা হয়।”
 

পরবর্তীতে তাকে উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর শেখ হীরা হলেন প্রথম আত্মীয় যিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হলেন। এই ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]