আগস্টে শুরু হতে পারে শেখ হাসিনাসহ ৫৭ আসামির যুদ্ধাপরাধের বিচার

আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৫৯:৩২ পূর্বাহ্ন

আগস্ট মাসেই শুরু হতে যাচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের চারটি মামলার আনুষ্ঠানিক বিচার। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৭ জনকে আসামি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতোমধ্যে ফরমাল চার্জ আমলে নিয়েছে এবং দু’টি মামলার সাক্ষ্যগ্রহণের দিনও ধার্য করা হয়েছে।
 

চার মামলার মধ্যে একটি শেখ হাসিনাসহ তিনজনকে ‘মাস্টারমাইন্ড’ ও ‘নির্দেশদাতা’ হিসেবে অভিযুক্ত করে, অন্য তিনটি মামলায় রয়েছে রাজধানীর চানখাঁরপুলে ৬ জনকে গুলি করে হত্যা, আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পুড়িয়ে হত্যা এবং রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার অভিযোগ।
 

ট্রাইব্যুনালের সূত্র জানায়, ইতোমধ্যে মোট ২৭টি মামলা দায়ের হয়েছে, যার মধ্যে ২৩টি মিস কেস। এখন পর্যন্ত মোট ২০৬ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে ৭৩ জন গ্রেপ্তার এবং ১৩২ জন এখনও পলাতক।
 

১০ জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১। মামুন ইতোমধ্যে দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।
 

চানখাঁরপুল হত্যা মামলায় ১০ আগস্ট প্রসিকিউশনের ওপেনিং স্টেটমেন্ট এবং ১১ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য রয়েছে। আশুলিয়া ও আবু সাঈদ হত্যা মামলার শুনানিও জুলাই শেষে হতে পারে।
 

এ ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]