লাঙলকোটের সাবেক পৌর মেয়রসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৮:৩৯:৩৬ অপরাহ্ন

 

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুমিল্লা জেলার লাঙলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেকসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ‎আজ বৃহস্পতিবার এ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব।
দেশত্যাগে নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্যান্যরা হলেন, কুমিল্লা জেলার লাঙলকোট খাটাচৌ হাজীবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান বাড়ি এলাকার সমছুদ্দীন কালু ও ঢালুয়াবাজার বড় বাড়ি এলাকার ইউসূফ ভূইয়া।

 

 

‎দুদকের আবেদন সূত্রে জনা যায়, অভিযোগ সংশ্লিষ্ট এসব ব্যক্তিদের বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎপূর্বক বিদেশে অর্থ পাচারসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ‎তারা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]