মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩৮:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩৮:২৭ অপরাহ্ন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত দুই শিক্ষিকা মাহরিন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
 
বৈঠকের শুরুতেই দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং এক মিনিট নীরবতা পালন করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এরপর নিহতদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
 
বৈঠকে জানানো হয়, দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
 
দুই নিহত শিক্ষিকাকে প্রদত্ত রাষ্ট্রীয় সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা শিগগিরই নির্ধারণ করা হবে। একইসঙ্গে, নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]