আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩৪:০৯ অপরাহ্ন
বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে প্রাণহানির ঘটনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের শোক প্রকাশের পর এবার শোক জানিয়েছেন তার কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার।
 
বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত। ২১ জুলাই ঢাকার একটি স্কুল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় অনেক মানুষের প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে। বাংলাদেশের এই কঠিন সময়ে আমরা তাদের পাশে আছি এবং গভীর সমবেদনা জানাচ্ছি। এই দুঃসময়ে বাংলাদেশের ভাই ও বোনদের প্রতি সংহতি প্রকাশ করছি এবং দ্রুত এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য প্রার্থনা করছি।”
 
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানী ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু এবং শতাধিক আহতের তথ্য জানিয়েছে সরকার।
 
নুরুল ইজ্জাহ আনোয়ার মালয়েশিয়ার একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা। তিনি রাজনৈতিক দল পার্টি কিয়ানান রাকয়াতের (পিকেআর) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং ‘পলিটি’ নামক একটি সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন, যা নারী ও তরুণদের ক্ষমতায়নে কাজ করে। বাবার কারাবন্দি অবস্থায় তিনিই দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলের ক্ষমতায় আসতে সহায়তা করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]