বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ ২৬ আগস্ট

আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৩:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:২৩:৫০ অপরাহ্ন
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ আগামী ২৬ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। বৃহস্পতিবার (২৪ জুলাই) মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেন এই তারিখ ঘোষণা করেন।
 
২০১৬ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ১০১ মিলিয়ন মার্কিন ডলার চুরি হওয়া মামলায় এ পর্যন্ত ৮৭ বার সময় নিয়েছে সিআইডি।
 
মামলার নথি অনুযায়ী, অজ্ঞাতনামা হ্যাকাররা ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রিজার্ভ চুরির এ ঘটনা ঘটায়। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের চারটি অ্যাকাউন্টে পাঠানো হয় এবং বাকি ২০ মিলিয়ন ডলার পাঠানোর চেষ্টা হয় শ্রীলঙ্কার একটি ব্যাংকে। তবে হ্যাকারদের বানানে ভুল থাকায় ওই স্থানান্তর আটকে যায়।
 
পরে বাংলাদেশ ব্যাংক ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় তৎকালীন উপ-পরিচালক (হিসাব ও বাজেটিং) জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় মামলা দায়ের করেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]