রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের নেতা–কর্মীদের আয়োজিত ঝটিকা মিছিলের ঘটনায় মো. সালাউদ্দিন ছগির (৪৩) নামের একজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে রোববার (৭ এপ্রিল) রাতে দৈনিক বাংলা মোড় এলাকা থেকে আটক করা হয়।
সালাউদ্দিনের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়াতে। তিনি আওয়ামী লীগ বা এর কোনো সহযোগী সংগঠনের কোনো পদে আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানান, গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এলাকায় অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সালাউদ্দিনকে আটক করা হয়েছে এবং অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার সকাল ৭টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে এই ঝটিকা মিছিল করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে মিছিলটি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা জনমনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর ডিবি পুলিশ ঘটনাস্থল থেকে ভিডিও বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করতে শুরু করে এবং এরই ধারাবাহিকতায় সালাউদ্দিন ছগিরকে আটক করা হয়।
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে।