ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আরো জানিয়েছেন, ধর্ষণ মামলার তদন্ত ও বিচারকাজের সময় কমিয়ে অর্ধেক করার লক্ষ্যে সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইনের খসড়া প্রস্তুত করা হয়েছে। বুধবার (১২ মার্চ) সচিবালয়ে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, “ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুতই নয়, বরং ন্যায়সঙ্গত ও সঠিকভাবে নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। আমরা সংশ্লিষ্ট সকলের সঙ্গে পরামর্শ করে খসড়া আইন তৈরি করেছি এবং এটি অংশীজনদের কাছে পাঠানো হয়েছে। যত দ্রুত সম্ভব আইনটি কঠোর করার উদ্যোগ নেওয়া হবে।”
সংশোধিত আইনে যা থাকছে নতুন খসড়া অনুযায়ী:
- ধর্ষণ মামলার তদন্তের সময় ৩০ দিন থেকে কমিয়ে ১৫ দিন করা হচ্ছে।
- বিচার কাজ শেষ করার সময়সীমা ১৮০ দিন থেকে কমিয়ে ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।
- ডিএনএ রিপোর্ট ছাড়াই মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে মামলার তদন্ত ও বিচারকাজ চালানোর বিধান রাখা হয়েছে।
বৈঠকে ধর্ষণবিরোধী মঞ্চের নেত্রীরা মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। আইন উপদেষ্টা আশ্বস্ত করে বলেন, “এই মামলার আসামিদের ডিএনএ নমুনা ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে। ন্যায়বিচার দ্রুত নিশ্চিত করতে নজরদারি থাকবে।”
তারা আরও দাবি করেন:
১.ধর্ষণ মামলার জন্য বিশেষ আদালত গঠন।
২.কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ সেল গঠন।
৩.উত্ত্যক্তকরণ ও যৌন হয়রানি রোধে কার্যকর আইন প্রণয়ন।
আইন উপদেষ্টা জানান, হাইকোর্টের একটি রায়ের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের পাশাপাশি রাস্তাঘাটেও নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত (কম্প্রিহেনসিভ) আইন প্রণয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, “আমরা সিরিয়াসলি এ বিষয়ে চিন্তা করছি এবং আইনটি আরও জোরালো করার চেষ্টা করব।”
সরকারের এ পদক্ষেপ ধর্ষণ মামলার বিচার দ্রুত ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।