ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় শাহে আলম মুরাদ ও আনিসুর রহমান ৪ দিনের রিমান্ডে বিচারের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির চট্টগ্রামের চকবাজারে নালায় পড়ে ৬ মাসের শিশু নিখোঁজ ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আশঙ্কা: সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস কুয়াকাটায় শুরু হয়েছে রাখাইনদের প্রাচীন ‘জলকেলি’ উৎসব: মিলন, আত্মশুদ্ধি আর মানবিকতার বার্তা জুলাই আন্দোলনে শহীদ ইমনের মরদেহ উত্তোলন: আদালতের নির্দেশে নতুন তদন্তের সূচনা

“শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার।” তিনি সোমবার (৭ অক্টোবর) ‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে এক বাণীতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদানকে আমাদের সকলের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে শিশুদের প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহের মতো সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করতে হবে।” তিনি শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও বিনোদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

“শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে,” বলেন ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, “আজকের শিশুরাই ভবিষ্যতে শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী হবে।”

বিশ্ব শিশু দিবস ২০২৪ উদ্যাপনে গৃহীত কর্মসূচিগুলো শিশুর সার্বিক বিকাশে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশসহ বিশ্বের সকল শিশু নিরাপদ ও নিবিড় স্নেহ-যত্নে বেড়ে উঠুক—এটাই আমার প্রত্যাশা।”

এদিকে, শিশুর প্রতি সঠিক যত্ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ইউনূস। তার এই বার্তা শিশুদের উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করবে, এমনটাই আশা করা হচ্ছে।

জনপ্রিয়

বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি

“শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার।

প্রকাশিত: ০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “শিশুরাই সমৃদ্ধ বাংলাদেশের রূপকার।” তিনি সোমবার (৭ অক্টোবর) ‘বিশ্ব শিশু দিবস’ উপলক্ষে এক বাণীতে শিশুদের সুন্দর বিকাশের জন্য গুরুত্ব প্রদানকে আমাদের সকলের দায়িত্ব হিসেবে উল্লেখ করেন।

ড. ইউনূস বলেন, “বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে শিশুদের প্রতি বঞ্চনা, শিশুশ্রম, অপুষ্টি ও বাল্যবিবাহের মতো সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধান করতে হবে।” তিনি শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ, শিক্ষা, নিরাপত্তা, পুষ্টি ও বিনোদনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

“শিশুরা স্নেহ, মমতা ও মুক্তচিন্তার চেতনায় বেড়ে উঠলে আগামী দিনের বাংলাদেশ গঠনে তারা ইতিবাচক ভূমিকা রাখতে পারবে,” বলেন ইউনূস। তিনি আশা প্রকাশ করেন, “আজকের শিশুরাই ভবিষ্যতে শিল্পী, সাহিত্যিক, দার্শনিক, অর্থনীতিবিদ, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী হবে।”

বিশ্ব শিশু দিবস ২০২৪ উদ্যাপনে গৃহীত কর্মসূচিগুলো শিশুর সার্বিক বিকাশে সহায়ক হবে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, “বাংলাদেশসহ বিশ্বের সকল শিশু নিরাপদ ও নিবিড় স্নেহ-যত্নে বেড়ে উঠুক—এটাই আমার প্রত্যাশা।”

এদিকে, শিশুর প্রতি সঠিক যত্ন এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন ইউনূস। তার এই বার্তা শিশুদের উন্নয়ন ও তাদের অধিকার রক্ষায় সমাজের সকল স্তরের মানুষকে উদ্বুদ্ধ করবে, এমনটাই আশা করা হচ্ছে।