ঢাকা , শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ :
ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইয়েমেনের রাস ঈসা বন্দরে নিহতের সংখ্যা বেড়ে ৮০, আহত ১৭১ দিলীপ ঘোষের বিয়ে ঘিরে প্রশ্ন: আরএসএস প্রচারকেরা কি বিয়ে করতে পারেন? সংগঠনটির প্রচারক ছিলেন মোদিও নিখোঁজের ১৪ ঘণ্টা পর চট্টগ্রামে শিশুর লাশ উদ্ধার টাঙ্গাইলে অবৈধ ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু শায়েস্তাগঞ্জে আগুনে পুড়ল ১৫ টি দোকান বিডিআর হত্যাকাণ্ড: সহায়ক তথ্য আহ্বান করে গণবিজ্ঞপ্তি জারি মালয়েশিয়ায় ১৬৫ বাংলাদেশিসহ ৫০৬ জন অভিবাসী আটক ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি কক্সবাজার-মহেশখালী রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে চালু হলো সি-ট্রাক

ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার শিকার হয়ে টাকা ফেরতের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ইভ্যালির পুরাতন অফিস সোবহানবাগের উইন্স কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন—

ইভ্যালির এমডি মুহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির জন্য,আটকে থাকা গেটওয়ে ও ইভ্যালির অর্থ দ্রুত ফেরতের জন্য, এবং ৭২ ঘণ্টার মধ্যে রাসেলকে গ্রেফতার ও গ্রাহকদের পাওনা টাকা ফেরতের রোডম্যাপ ঘোষণা করার জন্য।

 

মানববন্ধনে গ্রাহকদের ক্ষোভ ও হতাশা প্রকাশ পায়, যারা বছরের পর বছর অপেক্ষা করেও নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাননি। তারা বলেন, প্রতিশ্রুতি ও মামলার জটিলতায় সময় ক্ষেপণ না করে প্রশাসনকে এখন দ্রুত পদক্ষেপে অগ্রাধিকার দিতে হবে।

 

গ্রাহকরা মনে করছেন, যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে এই ধরনের প্রতারণার সংস্কৃতি আরও গভীর হবে এবং সাধারণ মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জনপ্রিয়

ক্রিমিয়া নিয়ে ছাড়? শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়াকে স্বীকৃতি দিতে পারে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

ইভ্যালির অর্থ আত্মসাৎ: গ্রাহকদের মানববন্ধন ও রাসেলের গ্রেফতারের দাবি

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার শিকার হয়ে টাকা ফেরতের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ইভ্যালির পুরাতন অফিস সোবহানবাগের উইন্স কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন—

ইভ্যালির এমডি মুহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির জন্য,আটকে থাকা গেটওয়ে ও ইভ্যালির অর্থ দ্রুত ফেরতের জন্য, এবং ৭২ ঘণ্টার মধ্যে রাসেলকে গ্রেফতার ও গ্রাহকদের পাওনা টাকা ফেরতের রোডম্যাপ ঘোষণা করার জন্য।

 

মানববন্ধনে গ্রাহকদের ক্ষোভ ও হতাশা প্রকাশ পায়, যারা বছরের পর বছর অপেক্ষা করেও নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাননি। তারা বলেন, প্রতিশ্রুতি ও মামলার জটিলতায় সময় ক্ষেপণ না করে প্রশাসনকে এখন দ্রুত পদক্ষেপে অগ্রাধিকার দিতে হবে।

 

গ্রাহকরা মনে করছেন, যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে এই ধরনের প্রতারণার সংস্কৃতি আরও গভীর হবে এবং সাধারণ মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।