বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণার শিকার হয়ে টাকা ফেরতের দাবিতে রাজধানীর ধানমন্ডিতে মানববন্ধন করেছেন গ্রাহকরা। শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে ইভ্যালির পুরাতন অফিস সোবহানবাগের উইন্স কোর্টের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন—
ইভ্যালির এমডি মুহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির জন্য,আটকে থাকা গেটওয়ে ও ইভ্যালির অর্থ দ্রুত ফেরতের জন্য, এবং ৭২ ঘণ্টার মধ্যে রাসেলকে গ্রেফতার ও গ্রাহকদের পাওনা টাকা ফেরতের রোডম্যাপ ঘোষণা করার জন্য।
মানববন্ধনে গ্রাহকদের ক্ষোভ ও হতাশা প্রকাশ পায়, যারা বছরের পর বছর অপেক্ষা করেও নিজেদের কষ্টার্জিত অর্থ ফেরত পাননি। তারা বলেন, প্রতিশ্রুতি ও মামলার জটিলতায় সময় ক্ষেপণ না করে প্রশাসনকে এখন দ্রুত পদক্ষেপে অগ্রাধিকার দিতে হবে।
গ্রাহকরা মনে করছেন, যথাযথ পদক্ষেপ না নেওয়া হলে এই ধরনের প্রতারণার সংস্কৃতি আরও গভীর হবে এবং সাধারণ মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।