প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি মূলত ‘প্রো-বাংলাদেশ’। অর্থাৎ, বাংলাদেশের স্বার্থকে অক্ষুণ্ন রেখে কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, “প্রধান উপদেষ্টা চাইছেন, সার্কের প্রতিটি দেশের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নত হোক। আমরা দক্ষিণ এশীয় পরিবারভুক্ত, তাই পাকিস্তান, ভারত, ভুটান ও নেপালের সঙ্গেও সম্পর্ক দৃঢ় করতে চাই।”
তিনি আরও জানান, সম্প্রতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে নেপালের জন্য একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে এবং এ লক্ষ্যে উত্তরবঙ্গে উপযুক্ত জমি খোঁজা হচ্ছে।
প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ৮ আগস্ট শপথ নেওয়ার সময়ই সার্ককে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছিলেন। তিনি বিভিন্ন সময় এই বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সম্ভাব্য বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান শফিকুল আলম।