ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে মো. মুরাদ মিয়া ওরফে মুন্না (৪০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে, উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া সীমান্ত এলাকায়।
নিহতের পরিবার জানায়, মুরাদ মিয়া জমিতে কাজ করার সময় বিএসএফ সদস্যরা তাকে কাঁটাতারের কাছ থেকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় তাকে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় ফেলে রেখে যায়। পরে স্বজনেরা স্থানীয় মুকুন্দপুর বিজিবি সদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুরাদের বড় বোন আমেনা খাতুন বলেন, “আমার ভাইকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। আমরা এই ঘটনার সঠিক তদন্ত ও বিচার চাই।”
তার স্ত্রী রত্না বেগম বলেন, “আমার স্বামীর শরীরজুড়ে আঘাতের চিহ্ন। দুই শিশু সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব? আমি এর বিচার চাই।”
এ বিষয়ে ২৫ বিজিবি (সরাইল ব্যাটালিয়ন) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, “নিহত ব্যক্তি সীমান্ত অতিক্রম করার পর মারধরের শিকার হন। তাকে বিএসএফ পিটিয়েছে নাকি চোরাকারবারিরা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”