ঢাকা , শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ , ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিম্নচাপের প্রভাবে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা উত্তরায় বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩, চিকিৎসাধীন ৫০; সরকারি তালিকা প্রকাশ বাংলাদেশ এখন ফিটনেসবিহীন রাষ্ট্র: সুনামগঞ্জে পথসভায় নাহিদ ইসলাম উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া ও প্রার্থনা বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলন ডুয়েটে সমকামিতায় সম্পৃক্ততার অভিযোগে ৫ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে সামরিক সংঘাতে নিহত ১২ জন পোশাক নিয়ে সার্কুলারটি পরামর্শমূলক, কারও স্বাধীনতা খর্ব হবে না: বাংলাদেশ ব্যাংক মাইলস্টোন স্কুলের নিহত দুই শিক্ষিকাকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত আমাদের হৃদয় বাংলাদেশের জনগণের জন্য ব্যথিত: আনোয়ার ইব্রাহিমের কন্যা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন সরকারি চাকরি আইন দ্বিতীয়বার সংশোধন: আন্দোলনে অংশ নিলে চাকরি থেকে বরখাস্তের বিধান ২০ বছরে সবচেয়ে কম এডিপি বাস্তবায়ন, খরচ হয়নি ৭২ হাজার কোটি টাকা বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হতাহতের সংখ্যা গোপন করা বাংলাদেশে কার্যত অসম্ভব: প্রেস সচিব সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ কলাম্বিয়া ইউনিভার্সিটির ৭০ জনের বেশি শিক্ষার্থীর শাস্তি বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক

কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পাকিস্তানের সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন
কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পাকিস্তানের সঙ্গে অন-অ্যারাইভাল ভিসা সমঝোতা স্মারক চূড়ান্ত পর্যায়ে ছবি: পিআইডি

বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি। বুধবার বাংলাদেশ সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
 

বৈঠকে মাদক ও সন্ত্রাস দমন, সাইবার অপরাধ নিয়ন্ত্রণ, পুলিশ প্রশিক্ষণ সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা, রোহিঙ্গা ইস্যু এবং দ্বিপাক্ষিক বাণিজ্যসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
 

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের অন-অ্যারাইভাল ভিসা সংক্রান্ত সমঝোতা স্মারক চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এছাড়া পাকিস্তানে বাংলাদেশ দূতাবাসের ভবন নির্মাণ কাজ চলমান এবং ভবিষ্যতে সেখান থেকে ই-পাসপোর্ট প্রদান শুরু হবে বলেও জানান তিনি।
 

পুলিশ প্রশিক্ষণ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে সহযোগিতা বাড়ানো যেতে পারে। এতে একমত পোষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের সারদা পুলিশ একাডেমিকে ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন ও অভিজ্ঞ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করেন।
 

রোহিঙ্গা ইস্যুতে পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রোহিঙ্গাদের নাগরিকত্ব না দিলেও বিশেষ কোডযুক্ত পাসপোর্ট দিচ্ছেন, যাতে তাদের শনাক্ত করা যায়। জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা মানবিক কারণে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, যা আমাদের জন্য একটি বড় বোঝা।” তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনে পাকিস্তানের সহায়তা কামনা করেন।
 

বৈঠকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান এবং উত্তরা বিমান দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় শোক ও সমবেদনা জানান।
 

বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টার সহকারী মো. খোদা বখস চৌধুরী, মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও পাকিস্তান দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মুহাম্মদ ওয়াসিফ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিম্নচাপের প্রভাবে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা

নিম্নচাপের প্রভাবে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কতা