রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে (এনআইবিপিএস) এসেছে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের একটি মেডিকেল টিম। বুধবার তারা ইনস্টিটিউট পরিদর্শন করেছে বলে জানান পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাসির উদ্দীন।
এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, “সিঙ্গাপুরের মেডিকেল টিম আহতদের পর্যবেক্ষণে রেখেছে এবং পৃথকভাবে রোগীদের অবস্থা মূল্যায়ন করে গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা পরামর্শ দিয়েছে। রোগীদের অবস্থা প্রতি ঘণ্টায় পরিবর্তন হচ্ছে, তাই প্রতি ১২ ঘণ্টা পর চিকিৎসা পদ্ধতি পর্যালোচনা করা হবে।”
তিনি আরও জানান, এখনো সিঙ্গাপুরের টিম কতদিন বাংলাদেশে অবস্থান করবে বা আহতদের বিদেশে নেওয়া হবে কিনা— সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে এ পর্যন্ত ৪৪ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮ জন ‘ক্রিটিক্যাল’, ১৩ জন ‘সম্পূর্ণ বিশ্রামে’ এবং ২৩ জনকে ‘ইন্টারমিডিয়েট’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।
আজ সন্ধ্যা ৭:১৫ মিনিটে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তথ্যে দেখা যায়, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। আহত ৫৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আজ ভোররাতে ইনস্টিটিউটের আইসিইউতে ৯ বছর বয়সী এক শিশু নাফিস মারা যায়। এর আগের দিন তার বোনও চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিল।
তবে আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় মোট ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হয়েছেন।