পোস্টে তিনি লেখেন, “২০০২ থেকে ২০২৪ সাল পর্যন্ত অসংখ্য বড় দুর্যোগ নিয়ে রিপোর্ট করা একজন সাংবাদিক হিসেবে আমি নিশ্চিতভাবে বলতে পারি, বাংলাদেশে হতাহতের সংখ্যা গোপন করা অসম্ভব। প্রাথমিকভাবে পরিবারগুলো নিখোঁজদের রিপোর্ট করে এবং পরে হাসপাতাল ও কর্তৃপক্ষের মাধ্যমে পরিচয় শনাক্ত হয়। এ প্রেক্ষাপটে মাইলস্টোন কলেজের প্রতিদিনের উপস্থিতির রেকর্ড বিশ্লেষণ করে হিসাব বহির্ভূতদের শনাক্ত করা সম্ভব।”
তিনি আরও জানান, “গতকাল স্কুল পরিদর্শনের সময় স্বচ্ছতা নিশ্চিত করতে দুজন উপদেষ্টা স্কুল ক্যাম্পাসে একটি কন্ট্রোল রুম স্থাপনের নির্দেশ দেন। এই কেন্দ্র নিয়মিতভাবে আহত ও মৃতদের তথ্য হালনাগাদ করবে এবং স্কুলের রেজিস্ট্রারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখবে। উপদেষ্টারা কন্ট্রোল রুমে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যুক্ত করারও সুপারিশ করেছেন। আশা করা যাচ্ছে, আজ থেকেই এটি পুরোপুরি চালু হবে।”