ঢাকা , রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫ , ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কঙ্গো-চীনের মধ্যে ২৩ বিলিয়ন ডলারের তেল ও গ্যাস চুক্তি সিরিয়ায় রেকর্ড পরিমাণ ক্যাপ্টাগন জব্দ, গ্রেপ্তার ডাকাতচক্র সাবেক শিনবেত প্রধানের বিরুদ্ধে শিশু অপহরণের চাঞ্চল্যকর অভিযোগ ১০ বিলিয়ন পাউন্ডের প্রতিরক্ষা চুক্তি: যুক্তরাজ্য-নরওয়ের যৌথ নৌবহর গঠনের ঘোষণা ইসরায়েলি সেনাবাহিনীতে রিজার্ভ সংকট ও সরঞ্জামের ঘাটতি খাদ্য সংকটে নাইজেরিয়াকে যুক্তরাষ্ট্রের ৩২.৫ মিলিয়ন ডলার সহায়তা ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে রহস্যময় নতুন স্থাপনা সৌদিতে চীনা লেজার প্রতিরক্ষা মোতায়েন, ড্রোন ঠেকাতে নতুন কৌশল লাতিন আমেরিকায় মাদকবিরোধী দীর্ঘমেয়াদি অভিযানে যুক্তরাষ্ট্র ড্রোন প্রযুক্তিতে তাইওয়ান–ইউক্রেন–পোল্যান্ডের চুক্তি ভারতে রাশিয়ার Su-57 যুদ্ধবিমান উৎপাদনের সম্ভাবনা ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ঢাবির যেসব প্রবেশপথ বন্ধ মোহাম্মদ বিন সালমান: সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ চীনের ডংফেং-৫সি: হিরোশিমার চেয়ে ২০০ গুণ শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন ইহুদিবিদ্বেষ ইস্যুতে হার্ভার্ডের তহবিল কাটা অবৈধ: মার্কিন আদালত ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ: গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রায় জেরুজালেমে দূতাবাস খুলছে ফিজি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ‘রেড লাইন’ পার করবেন না: ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আমিরাতের গানের শিক্ষক নিয়োগে বিতর্ক: শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন, কাদের খুশি করা হচ্ছে? চীনের গোপন ড্রোন সহায়তায় রাশিয়ার যুদ্ধশক্তি বাড়ছে!

দ্বিপাক্ষিক আলোচনা: নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পার্বত্য উপদেষ্টার সাক্ষাৎ

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ১০:১৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ১০:১৪:৫৩ অপরাহ্ন
দ্বিপাক্ষিক আলোচনা: নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পার্বত্য উপদেষ্টার সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। ছবি: সংগৃহীত
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে জানানো হয়, বিকেলে সচিবালয়ে উপদেষ্টার নিজ কার্যালয়ে সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় সুপ্রদীপ চাকমা বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ। অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে উভয় দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।
তিনি বলেন, এনার্জি সেক্টরের উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, খাদ্য ও পানি সুরক্ষা ইত্যাদি বিষয়ে দুই দেশের যৌথ উদ্যোগ প্রয়োজন। দক্ষিণ এশিয়া ও আশিয়ান অঞ্চলের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ককে কাজে লাগিয়ে নেপালের সঙ্গে সম্পর্ককে আরও সুদৃঢ় করা সম্ভব বলে উল্লেখ করেন সুপ্রদীপ চাকমা।

উপদেষ্টা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পার্বত্য অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিশেষ করে পাহাড়ি ও বাঙালি শিশু ও নারীদের মাতৃসেবা, স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নে বাংলাদেশ-নেপাল সহযোগিতা আরও জোরদার হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় তিনি সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন এবং বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন।

রাষ্ট্রদূত ভান্ডারী বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। তিনি উপদেষ্টাকে প্রয়োজনীয় তথ্য ও সহযোগিতা প্রদানের জন্য ধন্যবাদ জানান। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তম, উপদেষ্টার একান্ত সচিব খন্দকার মুশফিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শুভাশিস চাকমা, নেপাল দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি ইয়োজানা বামজান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের সহকারী সচিব তাহসিন বিনতে আনিস উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে বুথ বৃদ্ধি, মোট সংখ্যা ৮১০

ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনে বুথ বৃদ্ধি, মোট সংখ্যা ৮১০