আমদানি-রফতানি বাণিজ্য ও বন্দর কার্যক্রম আরও সহজ ও কার্যকর করতে বেনাপোল বন্দর পরিদর্শন করেছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খাঁন।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে বেনাপোল কাস্টমস হাউস অডিটরিয়ামে এক বৈঠকে তিনি কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত ও সহজ করতে করণীয় নিয়ে দিকনির্দেশনা দেন। তিনি কাস্টমস হাউজের চলমান সার্ভার সমস্যাকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে নতুন একটি প্রযুক্তিভিত্তিক বিকল্প ব্যবস্থা চালুর আশ্বাস দেন।
এসময় তিনি বেনাপোল কার্গো টার্মিনাল ও চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শন করেন। ব্যবসায়ীদের সেবার মান বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পণ্য খালাস প্রক্রিয়া দ্রুত করতে নিয়মিত মনিটরিং চালানো হবে এবং কর্মকর্তাদের আরও সক্রিয় হতে হবে।
এছাড়া অ্যাসাইকোডা সিস্টেমের পরিবর্তে নতুন ব্যবস্থা গ্রহণ, এবং স্থলপথে সুতা আমদানির বিষয়টি ব্যবসায়ীদের অনুরোধের ভিত্তিতে পুনর্বিবেচনার আশ্বাসও দেন এনবিআর চেয়ারম্যান।
পরিদর্শনকালে তাকে স্বাগত জানান কাস্টমস হাউজের কমিশনার কামরুজ্জামান, নবাগত কমিশনার খালিদ মোহাম্মদ আবু হোসেন ও অতিরিক্ত কমিশনার শরিফুল হাসান। সফরসঙ্গী ছিলেন এনবিআরের সদস্য (কাস্টমস) মবিনুল কবির এবং সদস্য (প্রশাসন) মোয়াজ্জেম হোসেন।
বেনাপোল বন্দর পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান, পণ্য খালাসে নতুন পদ্ধতির আশ্বাস
- আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:২৮:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:৩৮:১৩ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ