প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামী আন্দোলনের নেতারা। মঙ্গলবার (২২ জুলাই) রাতে অনুষ্ঠিত এ বৈঠকে আলোচনায় আসে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং ‘জুলাই সনদ’।
বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমীর আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানানো হয়েছে এবং আহতদের চিকিৎসা ও পরিবারকে সহায়তার বিষয়টি সরকারকে জানানো হয়েছে। পাশাপাশি, আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের আরও কঠোর ভূমিকা প্রয়োজন বলেও পরামর্শ দেন তিনি।
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী ঐক্য অটুট রাখতে হবে। সচিবালয়ে বারবার হামলা প্রশাসনিক ব্যর্থতা কিনা, তা তদন্তের দাবি জানানো হয়েছে। তিনি নির্বাচনের আগে স্থিতিশীল পরিবেশ এবং কঠোর আইনশৃঙ্খলা ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
তবে বৈঠকে উপস্থিত বিএনপি ও এনসিপির কোনো প্রতিনিধি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপি-জামায়াত, আলোচনায় যুদ্ধবিমান দুর্ঘটনা ও ‘জুলাই সনদ’
- আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ