জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার চাঁদপুর ও কুমিল্লা জেলায় পদযাত্রা করবে। একই সঙ্গে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে এবং কালো পতাকা নিয়ে শোক মিছিল অনুষ্ঠিত হবে।
দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বুধবার (২৩ জুলাই) দিবাগত মধ্যরাতে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন শোক মিছিল এবং কালো ব্যাজ ও পতাকা ধারণের নির্দেশনা দিয়েছেন।