প্রেস উইং আরও জানায়, এই কবরস্থান স্মৃতিস্তম্ভ রূপে সংরক্ষণ করা হবে, যাতে নিহতদের স্মৃতি অম্লান থাকে।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। আহত অবস্থায় এখনো বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৬৫ জন।
সোমবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পরপরই বিমান ও ভবনে আগুন ধরে যায়। যেই ভবনে বিমানটি আঘাত করে, সেখানে বহু স্কুল শিক্ষার্থী অবস্থান করছিল।