ঢাকা , শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫ , ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্রে রহস্যময় নতুন স্থাপনা সৌদিতে চীনা লেজার প্রতিরক্ষা মোতায়েন, ড্রোন ঠেকাতে নতুন কৌশল লাতিন আমেরিকায় মাদকবিরোধী দীর্ঘমেয়াদি অভিযানে যুক্তরাষ্ট্র ড্রোন প্রযুক্তিতে তাইওয়ান–ইউক্রেন–পোল্যান্ডের চুক্তি ভারতে রাশিয়ার Su-57 যুদ্ধবিমান উৎপাদনের সম্ভাবনা ডাকসু ও হল সংসদ নির্বাচনের জন্য ঢাবির যেসব প্রবেশপথ বন্ধ মোহাম্মদ বিন সালমান: সৌদি আরবের ক্ষমতাধর যুবরাজ চীনের ডংফেং-৫সি: হিরোশিমার চেয়ে ২০০ গুণ শক্তিশালী ক্ষেপণাস্ত্র উন্মোচন ইহুদিবিদ্বেষ ইস্যুতে হার্ভার্ডের তহবিল কাটা অবৈধ: মার্কিন আদালত ব্যবহারকারীর গোপনীয়তা ভঙ্গ: গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রায় জেরুজালেমে দূতাবাস খুলছে ফিজি, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ‘রেড লাইন’ পার করবেন না: ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি আমিরাতের গানের শিক্ষক নিয়োগে বিতর্ক: শায়খ আহমাদুল্লাহর প্রশ্ন, কাদের খুশি করা হচ্ছে? চীনের গোপন ড্রোন সহায়তায় রাশিয়ার যুদ্ধশক্তি বাড়ছে! নির্বাচনে ফরহাদের অংশগ্রহণে বাধা নেই, ডাকসু নির্বাচন নির্ধারিত সময়েই গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি বিরোধ: ১৪৪ ধারা জারি, সব সভা-সমাবেশ নিষিদ্ধ জাবি শিক্ষার্থীকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ২৭টি বাস আটক গাজায় নতুন ভয়াবহ অস্ত্র: ইসরায়েলের বোমা ফেলা রোবটের তাণ্ডব বিতর্কে জাভেদ আখতার: পশ্চিমবঙ্গে অনুষ্ঠান বাতিলের পেছনের কারণ আবারও কাঁপল আফগানিস্তান! ভয়াবহ ভূমিকম্পে নতুন আতঙ্ক

এফ সেভেন-বিজিআই যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিশ্বজুড়ে

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১০:১৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০১:১৪:০২ অপরাহ্ন
এফ সেভেন-বিজিআই যুদ্ধবিমানের নিরাপত্তা নিয়ে  প্রশ্ন বিশ্বজুড়ে ছবি: সংগৃহীত

বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর আবারো আলোচনায় এসেছে বিমানবাহিনীতে বহুল ব্যবহৃত চীনা যুদ্ধবিমান এফ-৭ বিজিআই। শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের অন্তত আটটি দেশে এই সিরিজের বিমান নানা দুর্ঘটনার শিকার হয়েছে। চীনের তৈরি এই বিমানটির সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা।

 

বাংলাদেশে এফ-৭ বিজিআই প্রথম সংযুক্ত হয় ২০১৩ সালে। এতে আধুনিক অ্যাভিওনিক্স, ডিজিটাল ককপিট ও দিন-রাত যুদ্ধের সুবিধা থাকলেও, এটি মূলত ১৯৫০ এর দশকের সোভিয়েত প্রযুক্তিনির্ভর মিগ-২১ এর উপর ভিত্তি করেই তৈরি। ২০২২ সালে বাংলাদেশ দ্বিতীয় পর্যায়ে আরও কিছু এফ-৭ বিজিআই সংগ্রহ করে। যদিও "বিজিআই" সংস্করণটিকে উন্নত বলা হয়, অনেক অ্যাভিয়েশন বিশেষজ্ঞ একে একটি পুরনো নকশার ফ্রেমে আধুনিক যন্ত্রাংশ বসানো মাত্র বলেই মনে করেন। ফলে নিরাপত্তা প্রশ্নে সন্দেহ থেকেই যায়।

 

সম্প্রতি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যে দুর্ঘটনাটি ঘটে, সেটি  এফ-৭ সিরিজের অন্যতম ভয়াবহ ঘটনা হিসেবে চিহ্নিত হচ্ছে। এতে আবারও মানুষ জানতে চেয়েছেন—এই বিমানের এর আগেও কি এমন দুর্ঘটনা ঘটেছে অন্য কোথাও?

গণমাধ্যম থেকে জানা যায়, ২০০৮ সালে টাঙ্গাইলে এফ-৭ এমবি ভেঙে পড়ে, পাইলট মারা যান। ২০১৫ সালে বঙ্গোপসাগরে একটি এফ-৭ নিখোঁজ হয়। আবার ২০১৮ সালে এক এফ-৭ বিজি বিধ্বস্ত হয়ে প্রাণ হারান এক স্কোয়াড্রন লিডার।

 

বাংলাদেশের বাইরেও বহু দুর্ঘটনার খবর আছে। পাকিস্তানে ২০১৫ সালে, এফটি-৭ পিজি প্রশিক্ষণ বিমানে প্রাণ হারান দেশটির প্রথম নারী ফাইটার পাইলট মারিয়াম মুখতিয়ার। ২০২০ সালে আরেক দুর্ঘটনায় মারা যান দুই পাইলট এবং পাঁচ জন সাধারণ মানুষ।
 

চীনে, যেখানে এই বিমান তৈরি হয়, সেখানেও জে-৭ নামে পরিচিত এর বিভিন্ন সংস্করণ একের পর এক ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১০, ২০১১ ও ২০১২ সালে একাধিক দুর্ঘটনা ঘটে, যার মধ্যে একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে হতাহত হন সাধারণ মানুষ। ২০২২ সালে হুবেই প্রদেশে ঘটে আরেকটি প্রাণঘাতী দুর্ঘটনা।


মিয়ানমারে ২০১৮ সালে, একই দিনে দুটি এফ-৭ এম বিমানের দুর্ঘটনায় মৃত্যু হয় দুই পাইলট ও এক সাধারণ মানুষের। ইরানে ২০২২ সালে এক বিধ্বস্ত হওয়া এফ-৭ বিমান কেড়ে নেয় দুই পাইলটের প্রাণ।জিম্বাবুয়েতেও, ২০২৫ সালে একটি জে-৭ আইআইএন মডেল দুর্ঘটনায় পড়ে এবং পাইলট নিহত হন।

বিশ্লেষকদের মতে, এফ-৭ একটি অপ্রচলিত প্ল্যাটফর্ম, যার উপর আধুনিক উপকরণ বসালেও নিরাপত্তা সম্পূর্ণভাবে নিশ্চিত করা যায় না। এই নকশাটি এমন এক সময়ের জন্য তৈরি, যখন যুদ্ধবিমান নির্মাণে গতি ছিল প্রধান বিবেচ্য। কিন্তু আজকের যুগে শুধু গতি নয়, দরকার বহুমুখী কর্মক্ষমতা এবং নিরাপদ অপারেশন সক্ষমতা, যা এই বিমান যথাযথভাবে দিতে পারছে না।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বের বৃহত্তম হিমশৈল এ২৩-এ দ্রুত ভেঙে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের নতুন সতর্ক বার্তা

বিশ্বের বৃহত্তম হিমশৈল এ২৩-এ দ্রুত ভেঙে যাচ্ছে, জলবায়ু পরিবর্তনের নতুন সতর্ক বার্তা