রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় সোমবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে উদ্ধারকাজে অংশ নেন।
দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহত হয়েছেন অন্তত ১৬৪ জন। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সিএমএইচ, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের নাম-ঠিকানাসহ বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনাস্থল পরিদর্শনে দেখা যায়, প্রথমে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন এবং দুপুর ২টা ২৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এরপর ধাপে ধাপে বিমানটির ভেঙে যাওয়া অংশগুলো ক্রেনের সাহায্যে সরানো হয়। একইসঙ্গে আহত ও নিহতদের দ্রুত স্থানান্তর করা হয় হাসপাতালে।
উত্তরায় স্কুলে বিমান বিধ্বস্ত: সম্মিলিত উদ্যোগে উদ্ধার অভিযান
- আপলোড সময় : ২১-০৭-২০২৫ ১০:৫৯:৪১ অপরাহ্ন
- আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১১:১৫:০৫ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ