আইএসপিআর জানায়, বিমানটি সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং অল্প সময়ের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
বিমান বিধ্বস্তের পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে বলেন, “জুলাই-আগস্টের আহতদের চিকিৎসায় গাফিলতি আমরা দেখেছি। এবারের ঘটনায় যেন সুচিকিৎসা নিশ্চিত হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি দিতে হবে।” তিনি আরও জানান, এনসিপির প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে রক্তসহ বিভিন্নভাবে সহযোগিতা করছে। পাশাপাশি তিনি ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ চলার যৌক্তিকতা নিয়ে পুনর্বিবেচনার আহ্বান জানান।
অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ ঘটনাকে হৃদয়বিদারক উল্লেখ করে বলেন, “শহীদদের আত্মার শান্তি কামনা করছি। এ ধরনের দুর্ঘটনা যাতে আর না ঘটে, সেই প্রত্যাশা করছি। রাজনৈতিক দলসহ সবাইকে সহযোগিতার আহ্বান জানাচ্ছি।”
ঘটনার পরপরই উদ্ধার ও চিকিৎসা তৎপরতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থা কাজ করছে। আহতদের দ্রুত সিএমএইচসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।