পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, মেট্রোরেলের নারী বগির পাশের অর্থাৎ সামনের দিক থেকে দ্বিতীয় বগিটি রিজার্ভ রাখা হয়েছে শুধুমাত্র আহতদের বহনের জন্য।
আইএসপিআর জানিয়েছে, দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের পরপরই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত এই দুর্ঘটনায় পাইলটসহ অন্তত ৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে দুজন বার্ন ইনস্টিটিউটে, একজন ঘটনাস্থলে এবং পাইলট সিএমএইচে মারা গেছেন।
বিকেল সাড়ে ৩টায় সময় সংবাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়, এ ঘটনায় দগ্ধ অন্তত ৬০ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।