বাঙালির পছন্দের খাদ্য তালিকায় ভাতের স্থান প্রথম সারিতেই। কিন্তু প্রতিদিন ভাত খেলে ওজন ও মেদ কমবে—এমনটা ভাবলে ভুল করবেন। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, শরীরের বাড়তি মেদ ও ওজন কমাতে খাদ্যতালিকায় পরিবর্তন আনতে হবে। এ ক্ষেত্রে ভাতের বদলে খেতে হবে প্রোটিন ও ফাইবারে সমৃদ্ধ সালাদ। যা শুধু ওজন কমায় না, বরং স্বাদ ও পুষ্টিগুণেও অনেক এগিয়ে।
বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন হয়ে রুটি ও ভাতের বদলে খাদ্যতালিকায় রাখছেন ওটস, ডালিয়া কিংবা কিনোয়ার মতো হালকা খাবার। তবে এসব প্রতিদিন খাওয়া একঘেয়ে হয়ে যেতে পারে। সেই জায়গায় সালাদ হতে পারে চমৎকার বিকল্প।
সাধারণত সালাদ বলতে অনেকে শসা, টমেটো আর পেঁয়াজ কেটে নেওয়াকেই বোঝেন। কিন্তু আধুনিক পুষ্টিবিদ্যার মতে, সালাদেরও রয়েছে নানা ধরন—যার কিছু প্রোটিনে সমৃদ্ধ, আবার কিছুতে থাকে স্বাস্থ্যকর ফ্যাট। অতিরিক্ত ওজন, উচ্চ কোলেস্টেরল বা পেটের মেদ কমাতে চাইলে অবশ্যই খেতে হবে এই ধরনের সালাদ।
কী ধরনের সালাদ খাওয়া উপকারী?
মিক্সড সালাদ:
ব্রকোলি, গাজর, বিট, টমেটো, মটরশুঁটি, বেলপেপার, পালংশাক, ভুট্টা ইত্যাদি শাকসবজি ছোট করে কেটে হালকা ভাপে সিদ্ধ করে নিতে হবে। এরপর অলিভ অয়েল ও অল্প আদা-রসুনে হালকা নেড়েচেড়ে মেশাতে পারেন। মাঝে মাঝে পেঁয়াজ কুচিও যোগ করা যায়। স্বাদ বাড়াতে ব্যবহার করুন পাতিলেবুর রস, লবণ ও গোলমরিচ।
ছোলা ও পুদিনার সালাদ:
ভিজিয়ে রাখা ছোলাকে সিদ্ধ করে নিন। এরপর তাতে কুচানো শসা, টমেটো, পেঁয়াজ, বেলপেপার, পুদিনাপাতা, চাট মশলা, জিরা গুঁড়ো ও পাতিলেবুর রস মিশিয়ে নিন। চাইলে একটু তেঁতুল পানি ব্যবহার করা যায় স্বাদ বদলের জন্য। তবে যাদের অম্বলের সমস্যা আছে, তাদের বেশি টক খাবার এড়িয়ে চলা উচিত।
তরমুজ-পনির সালাদ:
রুচির স্বাদ বদলাতে এই সালাদটি চমৎকার। ঠান্ডা তরমুজ, পনির, শসা ও পুদিনা মিশিয়ে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর একটি সালাদ। চাইলে পনিরটি হালকা অলিভ অয়েলে ভেজে নেওয়া যায়। এতে লবণ, গোলমরিচ, চাট মশলা ও পাতিলেবুর রস যোগ করলে স্বাদ আরও বাড়বে।
সালাদ তৈরিতে বাজারজাত ড্রেসিং ব্যবহার করলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হয়। ড্রেসিংয়ের অতিরিক্ত ক্যালোরি ও চিনি শরীরের ওজন বাড়িয়ে দিতে পারে। তাই প্রাকৃতিক উপাদান দিয়ে নিজেই সালাদ তৈরি করাই সবচেয়ে ভালো।
ওজন ও মেদ কমাতে চাইলে খাদ্যতালিকায় আনুন পরিবর্তন। ভাত নয়, রাখুন প্রোটিন ও ফাইবারে ভরপুর সালাদ। পুষ্টিগুণ, স্বাদ আর স্বাস্থ্য—সব একসঙ্গে পেতে আজ থেকেই শুরু করুন সালাদ খাওয়া।