ঢাকা , বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ , ৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসক দল স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ এইচএসসির স্থগিত পরীক্ষার নতুন রুটিন প্রকাশ হতাহতের সংখ্যা গোপন করা বাংলাদেশে কার্যত অসম্ভব: প্রেস সচিব সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর গেজেট প্রকাশ কলাম্বিয়া ইউনিভার্সিটির ৭০ জনের বেশি শিক্ষার্থীর শাস্তি বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক ২৩ ও ২৪ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত মাইলস্টোন ট্র্যাজেডি: স্থগিত ২৪ জুলাইয়ের এইচএসসি ও সমমান পরীক্ষা মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের দাফনের জন্য জায়গা নির্ধারণ করলেন প্রধান উপদেষ্টা বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় মসজিদসহ সারাদেশে বিশেষ দোয়া মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ঢাকায় আসছে সিঙ্গাপুরের চিকিৎসক দল শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার সচিবালয়ের সামনে সংঘর্ষে আহত প্রায় ৪০ জন শিক্ষার্থী শিক্ষার্থীদের আইডিতে অভিভাবকের নম্বর ও রক্তের গ্রুপ সংযোজনের নির্দেশ হাইকোর্টের দুর্ঘটনা নিয়ে লুকানোর বা গোপন করার কিছু নেই, বললেন বিমান বাহিনী প্রধান ‘শিক্ষার্থীদের ৬ দাবির প্রত্যেকটিই যৌক্তিক’ মাইলস্টোনে শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত অন্তত তিনজন বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের অর্থ সাহায্যে আগ্রহীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাস মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত: সমাপ্তি ঘোষণা আজকের উদ্ধার কাজ

ত্রাণের অপেক্ষায় গাজায় ইসরাইলি গুলিতে নিহত আরও ৬৭ ফিলিস্তিনি

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৮:১৫:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৮:১৫:৫৮ পূর্বাহ্ন
ত্রাণের অপেক্ষায় গাজায় ইসরাইলি গুলিতে নিহত আরও ৬৭ ফিলিস্তিনি গাজার সাধারণ মানুষ ক্ষুধায় ভুগছেন: জাতিসংঘ। ছবি: সংগৃহীত

গাজার উত্তরাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন এমন অন্তত ৬৭ জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনের হামাস-শাসিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এছাড়া একই ঘটনায় আরও ১৫০ জন আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।
 

ঘটনাটি ঘটেছে গাজার শিফা হাসপাতালের কাছে, যেখানে জাতিসংঘের দেওয়া ত্রাণ সহায়তার অপেক্ষায় জড়ো হয়েছিলেন হাজারো মানুষ। এমন বর্বর হামলার দায়ে ইসরাইলি বাহিনী দাবি করেছে, তারা "সতর্কতামূলকভাবে গুলি ছুড়েছে", তবে হতাহতের সংখ্যা নিয়ে তারা দ্বিমত পোষণ করেছে।
 

এর একদিন আগেই, শনিবার দখলদার ইসরাইলি সেনাদের গুলিতে আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হন।
 

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) জানিয়েছে, ইসরাইল থেকে প্রবেশ করা তাদের ২৫টি ত্রাণবাহী ট্রাক ক্ষুধার্ত মানুষের বিশাল ভিড়ের মুখে পড়ে, এবং পরে সেখানেই গুলিবর্ষণ হয়। সংস্থাটি বলছে, গাজার মানুষেরা দুর্ভিক্ষের মুখে, এবং জরুরি ভিত্তিতে খাদ্য সরবরাহ বাড়ানো দরকার।
 

গাজার বাজারে প্রয়োজনীয় পণ্যদ্রব্যের তীব্র সংকট দেখা দিয়েছে। মূল্যবৃদ্ধির কারণে প্রায় ২৩ লাখ মানুষের জন্য ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করাও এখন অসম্ভব হয়ে পড়েছে।
 

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান ইয়ান এগেল্যান্ড জানিয়েছেন, “গত ১৪২ দিনে আমরা গাজায় একটি ট্রাকও প্রবেশ করাতে পারিনি। ইউরোপীয় নেতারা যেসব আশ্বাস দিচ্ছেন, বাস্তবে তার কিছুই ঘটছে না।”
 

এদিকে, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ অভিযোগ করেছে, মিসরের সীমান্তে তাদের কাছে গাজার জন্য প্রয়োজনীয় খাদ্য মজুত থাকলেও, ইসরাইলি নিষেধাজ্ঞার কারণে তা গাজায় প্রবেশ করতে পারছে না। সংস্থাটি বলেছে, “সীমান্ত খুলুন, অবরোধ তুলে নিন এবং আমাদের মানবিক কাজ করতে দিন।”
 

গাজার ক্রমবর্ধমান মানবিক বিপর্যয়ের মধ্যে এই ঘটনা নতুন করে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

স্থগিত হওয়া আলিম পরীক্ষার নতুন রুটিন প্রকাশ