গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতা, প্রাণহানি ও উত্তেজনার পর টানা চারদিন জারি থাকা কারফিউ ও ১৪৪ ধারা অবশেষে প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
রোববার (২০ জুলাই) সন্ধ্যায় জেলা ম্যাজিস্ট্রেটের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাত ৮টার পর থেকে গোপালগঞ্জে আর কোনো কারফিউ বা ১৪৪ ধারা বলবৎ থাকবে না। তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান থাকবে।
গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় কারফিউ ও ১৪৪ ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ও পদযাত্রাকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় এনসিপি কর্মীরা। এতে সহিংসতা চরমে পৌঁছায় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত পাঁচ জন নিহত হন। ওই রাতেই জেলায় কারফিউ জারি করা হয়, যা পরবর্তী চারদিন বিভিন্ন সময়সীমায় কয়েক দফায় বাড়ানো হয়।
এ ঘটনায় পুলিশ চারটি পৃথক মামলা করেছে, যাতে প্রায় ৬ হাজার জনকে আসামি করা হয়েছে।
সর্বশেষ ঘোষণায় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও দোষীদের আইনের আওতায় আনতে কঠোর অভিযান অব্যাহত থাকবে।