তিনি বলেন, “নির্বাচনের এখনো সময় আছে। তবে আমরা প্রস্তুতি নিচ্ছি। বর্তমান আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, সার্বিক প্রস্তুতিও চলছে।”
সম্প্রতি গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গোপালগঞ্জে ঘটনা ঘটেছে, এটা আমরা স্বীকার করি। তবে দোষী ছাড়া কাউকে গ্রেফতার করা হচ্ছে না।”
তিনি আরও বলেন, “রাজনীতিতে অনেক কিছুই ঘটে। কিন্তু ঘটনার পর ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, সেটাই বড় বিষয়। গোপালগঞ্জের ঘটনায় মামলা হবে কি না, সেটি তদন্ত কমিটির সুপারিশের ওপর নির্ভর করবে।”
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গোপালগঞ্জে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, যদিও সেখানে এখনো ১৪৪ ধারা বলবৎ আছে। পরিস্থিতির উন্নতির ভিত্তিতে এই বিধিনিষেধ পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে বলেও তিনি জানান।