পুলিশের বরাতে এনবিসি নিউজ জানায়, ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উপস্থিত লোকজনের ওপর গাড়িটি তুলে দেন বলে মনে করা হচ্ছে। এ ঘটনার পর ক্ষুব্ধ পথচারীরা তাকে গাড়ি থেকে টেনে বের করে গুলি করেছেন।
লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট-এলএপিডি জানায়, ঘটনাস্থলের ক্যামেরাগুলো এখনও পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে ঘটনাটি ইচ্ছাকৃত বলে মনে করা হচ্ছে।
ইস্ট হলিউডের ভারমন্ট অ্যাভিনিউ ও সান্তা মনিকা বোলেভার্ড মোড়ের কাছের এলাকাটিতে রাত দুইটার দিকে প্রাণঘাতী অস্ত্র দিয়ে হামলার খবর পেয়ে সাড়া দেন এলএপিডির টহল কর্মকর্তারা।
এলএপিডি এক আপডেটে জানায়, কর্মকর্তারা এসে দেখেন, পথচারীরা গাড়ির চালকের ওপর আক্রমণ করছেন। পরিস্থিতি দেখে তারা নিশ্চিত হন যে, তার ওপর গুলি চালানো হয়েছে।
এলএপিডির সার্জেন্ট ট্র্যাভিস ওয়ার্ড জানান, গাড়ি তুলে দেওয়ার পর চালককে গুলি করা হয়। তাকে হাসপাতালে নিয়ে সার্জারি করা হয়েছে। এ কারণে চালক নেশাগ্রস্ত ছিলেন কি না, তা নিশ্চিত করতে পারেনি এলএপিডি।
চালককে গুলি করা ব্যক্তির বিষয়ে এলএপিডি জানায়, ওই ব্যক্তি একজন হিস্পানিক পুরুষ, যার উচ্চতা আনুমানিক পাঁচ ফুট ৯ ইঞ্চি। তার ওজন ১৮০ পাউন্ড।
হামলাকারীর মাথা ন্যাড়া ও গায়ে ছিল নীল রঙের জার্সি, যার হাতে সম্ভবত ছিল সিলভার রঙের রিভলবার।
এলএপিডি আরও জানান, ওই ব্যক্তি হেঁটে ঘটনাস্থল ছাড়েন এবং তাকে সর্বশেষ ভারমন্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমের দিকে যেতে দেখা যায়।