ইরানে ধর্ষণের অভিযোগে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা মিজান জানিয়েছে, শনিবার (১৯ জুলাই) গোরগান শহরের একটি কারাগারে ফাঁসি কার্যকর করা হয়।
বিচার বিভাগের প্রধান হায়দার আসিয়াবি জানান, তিন সদস্যের একটি চক্র তিন নারীকে ধর্ষণ করেছিল। দ্রুত তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হয়। তবে অভিযুক্তদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, চীনের পর ইরানেই সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়। ধর্ষণ, হত্যা ও গুপ্তচরবৃত্তির শাস্তি হিসেবে দেশটিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
সাধারণত ফাঁসি ভোরবেলায় কারাগারেই কার্যকর করা হলেও চলতি মাসের শুরুতে এক ধর্ষণ-হত্যাকারীকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে।