পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক শান্তিপূর্ণ সমাবেশের আয়োজন করে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিলসহ নেতাকর্মীরা আসতে শুরু করেন। যদিও সমাবেশটি বিকেল ৫টায় শুরু হওয়ার কথা ছিল, চকরিয়ায় বাধার মুখে পড়ায় কেন্দ্রীয় নেতারা কিছু বিলম্বে, কড়া নিরাপত্তায় রাত সাড়ে ৮টায় সমাবেশস্থলে পৌঁছান।
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী, হাসনাত আবদুল্লাহ, সামান্তা শারমিন, বান্দরবানের প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল এবং আহ্বায়ক নাহিদ ইসলাম। নেতাদের বক্তব্য শোনার জন্য শত শত মানুষ দীর্ঘ সময় অপেক্ষা করেন।
নাহিদ ইসলাম তার বক্তব্যে বলেন, বান্দরবান বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ, যেখানে ১২টি জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে, যাদের নিজস্ব সংস্কৃতি ও বৈচিত্র রয়েছে। তিনি অভিযোগ করেন, অতীতে এই এলাকার মানুষের উন্নয়ন নিয়ে কেউ ভাবেনি। তবে এনসিপি ক্ষমতায় গেলে জাতীয় সংসদের দুই কক্ষে এখানকার প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, “আমাদের গণতান্ত্রিক পদযাত্রাকে কিছু পক্ষ বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এসব বাধা আমাদের রুখতে পারবে না। জনগণ সঙ্গে থাকলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।”
সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা পুলিশি নিরাপত্তায় বান্দরবান ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেন।
উল্লেখযোগ্যভাবে, কক্সবাজারে কর্মসূচি শেষ করে বান্দরবানে যাওয়ার পথে এনসিপি নেতাদের গাড়িবহর চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখে পড়ে, যার ফলে অনুষ্ঠান শুরুতে বিলম্ব হয়।
এনসিপি’র পরবর্তী কর্মসূচি অনুযায়ী, রোববার (২০ জুলাই) রাঙামাটিতে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যার জন্য জেলায় প্রস্তুতি চলছে।