ভিয়েতনামের জনপ্রিয় পর্যটনকেন্দ্র হালং বে-তে স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) একটি পর্যটকবাহী নৌকা ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ায় কমপক্ষে ৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
ভিএন এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ওয়ান্ডার সি’ নামের ওই জাহাজে মোট ৫৩ জন ছিলেন, যাদের মধ্যে ৪৮ জন পর্যটক এবং ৫ জন ক্রু সদস্য ছিলেন। এখনও নিখোঁজ থাকা ব্যক্তিদের উদ্ধারে উদ্ধার অভিযান চলছে। নিহত এবং নিখোঁজদের জাতীয়তা এখনও নিশ্চিত হয়নি।
স্থানীয় সময় দুপুর ১:৩০ মিনিটে হঠাৎ ছিটকে আসা ঝড়ের কারণে জাহাজটি ডুবে যায়। কুয়াং নিন প্রদেশের পিপলস কমিটির বরাতে জানানো হয়েছে, দুর্ঘটনার পর জাহাজটির জিপিএস সংকেত বন্ধ হয়ে যায়।
অভিযানে নৌবাহিনী, পুলিশ, সীমান্ত রক্ষী ও বন্দর কর্তৃপক্ষ মিলিয়ে ২৭টি নৌযান ও দুটি উদ্ধার নৌকা অংশ নিচ্ছে। তবে ভারী বৃষ্টি ও রাতের অন্ধকারে উদ্ধার কাজ বেশ জটিলতায় পড়েছে।
হালং বে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত, যেখানে প্রায় ১,৬০০টি চুনাপাথরের ছোট-বড় দ্বীপ রয়েছে এবং এটি ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
সূত্র: সিএনএন, ভিএন এক্সপ্রেস