কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের রেলিং ভেঙে প্রাণ গেল আব্দুল মমিনের
কুড়িগ্রামের উলিপুরে মসজিদের ছাদের কার্নিশ (রেলিং) ভেঙে চাপা পড়ে আব্দুল মমিন (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, মাগরিবের নামাজের জন্য অজু সেরে মসজিদে প্রবেশের মুহূর্তে ছাদের ওপরের রেলিং ভেঙে তার ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা জানান, আব্দুল মমিন নিয়মিত ওই মসজিদে নামাজ আদায় করতেন।
ঘটনার পরপরই স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
এ বিষয়ে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, “ঘটনাটি দুঃখজনক। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
মসজিদের রেলিং ভেঙে পড়ার ঘটনায় মুসল্লির মৃত্যু
- আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৯:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৯:১৯:৪৫ পূর্বাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ