এ ঘটনায় পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন: রিফাত বিশ্বাস (২৫), মহিবউল্লাহ শেখ (৩৫), সিরাজুল শেখ (২০), আব্দুল আলিম (১৮), দীপ্ত কাজী (২০), প্রিন্স অধিকারী (১৮), মোরশালিন মুন্সী (২৯), সাগর শেখ (৩৮), মানিক শেখ (৫৬), টুটুল হাওলাদার (২৮), সজল দাড়িয়া (৩০) ও আব্দুল হাকিম (৩৫)।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলায় মোট ১,৬৫৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্র জানায়, গত বুধবার কোটালীপাড়া উপজেলার ওয়াবদারহাটে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) নেতা-কর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেন। এই বিক্ষোভের ঘটনায়ই মামলাটি দায়ের করা হয়েছে।