শনিবার (১৯ জুলাই) কুমিল্লা বার্ডের ময়নামতি অডিটোরিয়ামে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “যে সময় নির্ধারিত হয়েছে, ঠিক সে সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন।”
পিআর পদ্ধতি নিয়ে চলমান আলোচনা প্রসঙ্গে শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। অন্যান্য দেশে এ ধরনের আলোচনায় বছর দুয়েক লেগে গেলেও আমরা দ্রুত অগ্রগতি করছি। জুলাই মাসের মধ্যেই এ সংক্রান্ত সব চুক্তি স্বাক্ষরিত হবে এবং এরপর থেকেই নির্বাচনী প্রস্তুতি শুরু হবে।”
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “আমরা অপরাধ দমনে সক্রিয়ভাবে কাজ করছি এবং ইতোমধ্যে অনেক সাফল্যও পাচ্ছি। যেসব অপরাধ ঘটছে, বিশেষ করে ধর্ষণের মতো গুরুতর অপরাধে সংশ্লিষ্টদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা হচ্ছে। এমনকি আইন সংশোধন করে দ্রুত বিচার কার্যক্রম চালানো হচ্ছে।”