ঢাকা , সোমবার, ২১ জুলাই ২০২৫ , ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানাল ওআইসি জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সাত মামলায় ৩৯ আসামি ট্রাইব্যুনালে হাজির জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৫ উদ্বোধন শিশু হাসপাতালে ৬৫ চিকিৎসকের নিয়োগ বাতিল, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে! তিস্তা নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, বন্যার আশঙ্কা স্বাস্থ্য অধিদপ্তরের নতুন নির্দেশনা জারি রাজনৈতিক দলকে বাস সহায়তার দাবি মিথ্যা: আইএসপিআর কোটালীপাড়ায় বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগের দেড় হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ইউটিউবের নতুন নিয়ম: ১৬ বছরের কম বয়সীরা একা লাইভ স্ট্রিম করতে পারবে না টনসিল ইনফেকশনের লক্ষণ, কারণ ও করণীয় জেনে নিন! নির্ধারিত সময়েই সুন্দর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টার প্রেস সচিব বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে সরকার ও জাতিসংঘের মধ্যে সমঝোতা বাংলাদেশে মানবাধিকার মিশন স্থাপনে জাতিসংঘের সঙ্গে সরকারের সমঝোতা স্মারক স্বাক্ষর ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি হেফাজতের আরেকটা লড়াই হবে, সেই লড়াইয়েও আমরা জয়লাভ করব: জামায়াত আমির আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে: নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম এসএসসি ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে জামায়াতের সমাবেশে সারজিস সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ ২০২৫

‘এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?’ - মিজানুর রহমান আজহারী

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৬:৩৫:৫৬ অপরাহ্ন
‘এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?’ - মিজানুর রহমান আজহারী মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত
ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১৮ জুলাই) কার্যক্রম শুরু করেছে জাতিসংঘের মানবাধিকার কমিশন (UNHRC)। এ উপলক্ষে এদিন বিকেলে বাংলাদেশ সরকার ও ইউএনএইচআরসির মধ্যে তিন বছরের একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়। তার একদিন পর মুখ খুলেছেন মাওলানা মিজানুর রহমান  আজহারী।

শনিবার (১৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসুবুকে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন- ‘এ দেশে জাতিসংঘের আঞ্চলিক অফিস কেন?’

নিজের পোস্টের কমেন্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘যেসব দেশে তাদের আঞ্চলিক দপ্তর রয়েছে, সেসব দেশের জনগণ কি সেখানে শান্তিতে আছেন?’

এই ইসলামী বক্তা আরও লেখেন, ‘শান্তি আর মানবাধিকার রক্ষায় আমরা নিজেরা পারস্পরিক বোঝাপড়া মজবুত না করলে, তারা এখানে কী করতে পারবে?’

এদিকে, তিন বছরের একটি সমঝোতা স্মারক চুক্তিতে জাতিসংঘের পক্ষে হাইকমিশনার ফলকার টুর্ক এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম স্বাক্ষর করেন।

সমঝোতা অনুযায়ী, বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা ও উন্নয়নে সহায়তা করবে জাতিসংঘের এই দপ্তর। তারা বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং সংস্কারমূলক কর্মকাণ্ডে সহযোগিতা দেবে।

গত বছরের আগস্ট মাস থেকেই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার কমিশনের সম্পৃক্ততা বেড়ে যায়। সংস্থাটি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, গণবিক্ষোভ দমন এবং আইন প্রয়োগকারী সংস্থার ভূমিকা পর্যবেক্ষণে বিভিন্ন অংশীজনের সঙ্গে কাজ করছে।

এর আগে ১০ জুলাই ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের আঞ্চলিক কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয় হেফাজতে ইসলাম বাংলাদেশ। কওমি মাদরাসাভিত্তিক আলোচিত সংগঠনটি মনে করে, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ ও সার্বভৌমত্বে হুমকি।

অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সাত মামলায় ৩৯ আসামি ট্রাইব্যুনালে হাজির

জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ: সাত মামলায় ৩৯ আসামি ট্রাইব্যুনালে হাজির