সিলেট নগরীতে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু হচ্ছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উদ্যোগে আগামী রোববার (২১ জুলাই) থেকে এ অভিযান পরিচালিত হবে।
শুক্রবার (১৯ জুলাই) এসএমপির সদর দপ্তরে আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সমন্বয় সভায় এ সিদ্ধান্তের কথা জানান এসএমপি কমিশনার মো. রেজাউল করিম।
তিনি বলেন, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এ মেয়াদ অতিক্রম করা যেকোনো যানবাহন রাস্তায় চলাচল করলে তা অবৈধ বলে গণ্য হবে। পাশাপাশি রংচটা, বায়ুদূষণকারী ও অনুমোদনহীন যানবাহনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সভায় আরও জানানো হয়, সড়ক দুর্ঘটনা হ্রাস, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনাই অভিযানের মূল উদ্দেশ্য।
সভায় বিআরটিএ সিলেট কার্যালয়ের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং), এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস-মিনিবাস মালিক সমিতি, ট্রাক ও শ্রমিক সংগঠন এবং সিএনজি-লেগুনা শ্রমিক ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।
পুলিশ জানিয়েছে, নিয়মিত অভিযানের পাশাপাশি নগরজুড়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে। তবে অভিযানের সময় মেয়াদোত্তীর্ণ বা অননুমোদিত যানবাহন রাস্তায় নামালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।