ইসরাইল ও সিরিয়া যুদ্ধবিরতিতে পৌঁছেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তুরস্কে নিযুক্ত রাষ্ট্রদূত এবং সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক। শুক্রবার (১৮ জুলাই) এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
ব্যারাক জানান, এই চুক্তিকে তুরস্ক, জর্ডানসহ মধ্যপ্রাচ্যের একাধিক প্রতিবেশী দেশ স্বাগত জানিয়েছে। তিনি এটিকে এক “কূটনৈতিক মাইলফলক” হিসেবে উল্লেখ করে বলেন, এটি ক্রমবর্ধমান অস্থিরতা এবং বিভক্ত সিরিয়াকে একত্র করার সম্ভাবনা সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের এই দূত সিরিয়ার ড্রুজ, বেদুইন ও সুন্নি সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, তারা যেন অস্ত্র নামিয়ে রেখে সংখ্যালঘুদের সঙ্গে একত্রে একটি ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ সিরিয়া গঠনে এগিয়ে আসে।
চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত বুধবার ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে বিমান হামলা চালায়। ইসরাইল দাবি করে, তারা ড্রুজ সম্প্রদায়কে রক্ষার উদ্দেশ্যে সরকারি স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে সিরিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানান, সুয়েইদা থেকে সরকারি বাহিনী প্রত্যাহার শুরু হয়েছে এবং ড্রুজদের সঙ্গে আলাদাভাবে একটি যুদ্ধবিরতিও চূড়ান্ত হয়েছে। যা বোঝায়, সিরিয়ার অভ্যন্তরীণ সংঘর্ষেও ধীরে ধীরে সমঝোতার আলো দেখা যাচ্ছে।
তবে একই সঙ্গে শারা অভিযোগ করেছেন, ইসরাইল সিরিয়াকে বিভক্ত করতে চায় এবং একে অস্থিরতার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চায়। তা সত্ত্বেও যুদ্ধবিরতির এই ঘোষণা অঞ্চলটিতে বহু প্রতীক্ষিত শান্তির একটি নতুন সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।