ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমার ভিজিট আমৃত্যু ৩০০ টাকাই থাকবে: নিউক্লিয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. এজাজুল ইসলাম ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের চুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচির হুশিয়ারি হেফাজতের । এসএসসি ফল পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আগস্টের দ্বিতীয় সপ্তাহে জামায়াতের সমাবেশে সারজিস সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জামায়াতের জাতীয় সমাবেশ ২০২৫ ২০ জুলাই দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগসহ চার সংগঠনের নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যক্রম শুরু ভুয়া তথ্য দিলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: এনসিপি নেতা হাসনাত দেশে অপরাধের মাত্রা কমছে না: ধর্ম উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই বর্ষায় ব্যস্ত সময় পার করছেন ভৈরবের নৌকা কারিগররা ১৮ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস: মুগ্ধ ও ফাইয়াজকে হারানোর এক বছর দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইর বাজারমূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান: এনসিপি নেতা সারজিস আলম অবিশ্বাস্য পরিবর্তন! সাহারা মরুভূমির সবুজ রূপ দেখে অবাক বিজ্ঞানীরা জাতীয় প্রেসক্লাবে মিথ্যা মামলার প্রতিবাদে বাঙালী মুসলিম যুবসংঘের মানববন্ধন গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবারেও আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয়

দলে দলে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:৪৩:২৯ পূর্বাহ্ন
দলে দলে সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সমাবেশে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা এবং প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনের দাবিও রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়েছে। এরপর হামদ ও নাত পরিবেশিত হবে। মূল অনুষ্ঠান শুরু হবে দুপুর ২টায়।
 

যদিও মূল অনুষ্ঠান দুপুরে শুরু হওয়ার কথা, তবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। গতকাল শুক্রবার রাতেই অনেকে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নিয়েছেন।
 

ফার্মগেট, শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, কর্মীরা হেঁটে হেঁটে সমাবেশস্থলে যাচ্ছেন। কেউ মাথায় কাপড় বেঁধেছেন, কেউ হাতে দলীয় পতাকা কিংবা বাংলাদেশের পতাকা বহন করছেন। অনেকে দলের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ সংবলিত টি-শার্ট পরেছেন। সমাবেশমুখী মিছিলগুলো থেকে মাঝে মাঝে স্লোগানও শোনা যাচ্ছে।

 

কর্মীরা জানিয়েছেন, তারা সাত দফা দাবির পক্ষে অবস্থান জানাতে ও শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে এসেছেন।

জানা গেছে, এই মহাসমাবেশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থকদের আনতে প্রায় ১০ হাজার বাস ভাড়া করেছে জামায়াত। এসব বাস শুক্রবার রাত থেকেই নির্ধারিত স্থানে এসে থামছে, যেখান থেকে অনেকেই হেঁটে সোহরাওয়ার্দীতে যাচ্ছেন।

 

এছাড়া, সদরঘাটে সকাল থেকে ৩০টি লঞ্চ ভিড়েছে, যেগুলোতে কর্মীরা এসে বাস বা পায়ে হেঁটে সমাবেশস্থলে যাচ্ছেন। রেলপথেও কর্মীরা আসছেন—এই উদ্দেশ্যে বাংলাদেশ রেলওয়ে জামায়াতকে চার জোড়া ট্রেন বরাদ্দ দিয়েছে।

সমাবেশ নির্বিঘ্ন করতে দলটির পক্ষ থেকে ছয় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে। পাশাপাশি রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায় পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রংপুরে গ্যাসস্টেশনে বিস্ফোরণ চলন্ত বাসের গ্লাস ভেঙে আহত কয়েক যাত্রী

রংপুরে গ্যাসস্টেশনে বিস্ফোরণ চলন্ত বাসের গ্লাস ভেঙে আহত কয়েক যাত্রী