ঢাকা , শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সকল মসজিদের সভাপতি হবে প্রশাসনের কর্মকর্তারা: ড. আ ফ ম খালিদ হোসেন ২০ জুলাই দেশব্যাপী সর্বাত্মক হরতালের ডাক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ-যুবলীগসহ চার সংগঠনের নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যক্রম শুরু ভুয়া তথ্য দিলে আজীবন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: এনসিপি নেতা হাসনাত দেশে অপরাধের মাত্রা কমছে না: ধর্ম উপদেষ্টা সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই বর্ষায় ব্যস্ত সময় পার করছেন ভৈরবের নৌকা কারিগররা ১৮ জুলাইয়ের রক্তাক্ত ইতিহাস: মুগ্ধ ও ফাইয়াজকে হারানোর এক বছর দেশজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা বাড়তে পারে পুঁজিবাজারে সূচকের উত্থান, ডিএসইর বাজারমূলধন বাড়লো ১০ হাজার কোটি টাকা হাসিনার মৃত্যুদণ্ড দেখে মরতে চান: এনসিপি নেতা সারজিস আলম অবিশ্বাস্য পরিবর্তন! সাহারা মরুভূমির সবুজ রূপ দেখে অবাক বিজ্ঞানীরা জাতীয় প্রেসক্লাবে মিথ্যা মামলার প্রতিবাদে বাঙালী মুসলিম যুবসংঘের মানববন্ধন গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবারেও আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয় বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতের শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’, পাচ্ছেন ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর

জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের ব্যাখ্যা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ০৮:২৮:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ০৮:২৮:০৬ পূর্বাহ্ন
জামায়াতের বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ের ব্যাখ্যা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৯ জুলাই রাজধানীতে অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে অংশগ্রহণের জন্য দলটির আবেদনের ভিত্তিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিমূলক প্রচারণা লক্ষ্য করা গেছে।
এ পরিস্থিতিতে রেলওয়ের অবস্থান স্পষ্ট করতে শুক্রবার (১৮ জুলাই) একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়। বিবৃতিটি রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর স্বাক্ষরে প্রকাশিত হয়।
 
বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের পরিপ্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন চালানোর অনুমতি দেওয়া হয়েছে। এটি নিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে এমনভাবে প্রচারণা চালানো হচ্ছে, যা পক্ষপাতমূলক এবং পূর্ববর্তী নজির সম্পর্কে অজ্ঞতার পরিচয়।
 
রেলওয়ে স্পষ্ট করে জানিয়েছে, রাজনৈতিক দলের জনসমাবেশ বা বড় কর্মসূচির ক্ষেত্রে অতীতেও বিভিন্ন দলের আবেদনের ভিত্তিতে নির্ধারিত ভাড়ার বিনিময়ে বিশেষ ট্রেন পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে। এটি রেলওয়ের নিয়মিত এবং স্বাভাবিক বাণিজ্যিক প্রক্রিয়ার অংশ।
 
রেলওয়ের ব্যাখ্যায় বলা হয়, বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি না দিলে একই দিনে যাত্রীচাপ বেড়ে নিয়মিত ট্রেনে টিকিট পাওয়া কঠিন হয়ে পড়ে। এতে অনেক যাত্রী, বিশেষ করে সমাবেশগামী দলীয় কর্মীরা, টিকিট না পেয়ে বিনা টিকিটে ভ্রমণ করেন—যার ফলে রেলওয়ের রাজস্ব ক্ষতির পাশাপাশি যাত্রীসেবায় বিশৃঙ্খলা দেখা দেয়। বিশেষ ট্রেন পরিচালনার মাধ্যমে নির্ধারিত ভাড়া নিয়ে যাত্রী পরিবহন করা গেলে একদিকে রাজস্ব আয় নিশ্চিত হয়, অন্যদিকে অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীদের ভোগান্তিও হ্রাস পায়।
 
রেলওয়ে জানিয়েছে, চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনায় সাপ্তাহিক ছুটির দিন অলস পড়ে থাকা ট্রেন রেক ব্যবহৃত হবে। যেহেতু শনিবার সাপ্তাহিক ছুটি, তাই যাত্রীর স্বাভাবিক চাহিদা তুলনামূলকভাবে কম থাকে এবং এই বিশেষ ট্রেন পরিচালনায় কোনো নিয়মিত ট্রেনের যাত্রায় বিঘ্ন ঘটবে না। অর্থাৎ, সাধারণ যাত্রীরা এতে কোনো ধরনের নেতিবাচক প্রভাবের সম্মুখীন হবেন না।
 
এ ছাড়া, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রক্রিয়াটি অনুসরণ করে প্রায় ৩২ লাখ টাকা অগ্রিম ভাড়া পরিশোধ করা হয়েছে, যা রেলওয়ের রাজস্ব বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। রেলওয়ে স্পষ্টভাবে জানায়, এটি একটি বাণিজ্যিক সিদ্ধান্ত, এর সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব বা দলীয় রাজনীতির সম্পর্ক নেই।
 
বিবৃতির শেষাংশে বাংলাদেশ রেলওয়ে জানায়, পূর্বের নিয়ম অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দল একইভাবে আবেদন করলে তা প্রক্রিয়াগতভাবে বিবেচনা করা হবে। বিভ্রান্তিমূলক প্রচারণা বা অপপ্রচারের কোনো সুযোগ নেই।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: এনসিপি নেতা হাসনাত

আওয়ামী লীগ তওবার সুযোগও হারিয়েছে: এনসিপি নেতা হাসনাত