জুলাই মাসের গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে রাজধানীর হাতিরঝিলে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উদযাপন করা হয়েছে বর্ণাঢ্য আয়োজনে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে এই অনুষ্ঠান আয়োজন করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমির সহযোগিতায়।
অনুষ্ঠানে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ড এবং জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গড়ে তোলা প্রতিরোধ সংগ্রাম নিয়ে একটি চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া উপস্থিত দর্শকরা উপভোগ করেন দ্রোহের গান, বিজয়ের সঙ্গীত পরিবেশনা ও মনোমুগ্ধকর ড্রোন শো। হাজারো মানুষ এই আয়োজনে অংশ নিয়ে প্রতিরোধ ও ঐক্যের বার্তা ধারণ করেন।