শুক্রবার (১৮ জুলাই) খুলনায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকসহ সামাজিক সমস্যা নিরসনে ইমাম-ওলামাদের ভূমিকা।
ধর্ম উপদেষ্টা বলেন, সকল মসজিদের সভাপতি হবেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা এবং ইমামদের নিয়োগ ও বরখাস্ত সরকারের নির্ধারিত নীতিমালার আওতায় হতে হবে। একইসঙ্গে তিনি ইমামদের জনবান্ধব বিষয়ে কথা বলার আহ্বান জানান।
সম্মেলন শেষে নগরীর নূরনগরে অবস্থিত মেট্রোপলিটন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. সালাম খান, খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক, জেলা প্রশাসক সাইফুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।