তিনি আরও বলেন, “দেশ এখনও স্বাধীন হয়নি। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা অর্জিত হবে না। শুধু গোপালগঞ্জ নয়, যেখানে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা অবস্থান করবে, সেখানেই ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
সারজিস আলম দেশের বাইরে থেকে হত্যার পরিকল্পনায় জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানান এবং বলেন, “হাসিনার বিচার হতেই হবে।”
সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশি-বিদেশি চক্রান্ত চলছে, এর মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নেতা নয়, নীতি নির্ভর রাষ্ট্র গড়তে হবে।”
তিনি জানান, আগামী ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে একত্রিত হয়ে ‘জুলাই ঘোষণাপত্র’ আদায়ের কর্মসূচি পালন করা হবে।