ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিশ্বাস্য পরিবর্তন! সাহারা মরুভূমির সবুজ রূপ দেখে অবাক বিজ্ঞানীরা জাতীয় প্রেসক্লাবে মিথ্যা মামলার প্রতিবাদে বাঙালী মুসলিম যুবসংঘের মানববন্ধন গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবারেও আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয় বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতের শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’, পাচ্ছেন ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে সংঘর্ষের পর হাসপাতালে ৪ জনের লাশ খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

ভারত-চীনের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের প্রস্তাব মার্কিন সাংসদদের

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩৭:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০১:৩৭:৩৯ পূর্বাহ্ন
ভারত-চীনের ওপর ৫০০ শতাংশ শুল্কারোপের প্রস্তাব মার্কিন সাংসদদের ট্রাম্প। ছবি: সংগৃহীত
নিজেকে বিশ্ব শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই পথে তাঁর সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাশিয়া। বহু চেষ্টা করেও এখনো তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে সক্ষম হননি।
 
এই পরিস্থিতিতে আমেরিকার রিপাবলিকান সাংসদের ক্ষোভ গিয়ে পড়েছে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশের ওপর। তাঁদের অভিযোগ, এই দেশগুলো রাশিয়ার যুদ্ধযন্ত্র চালু রাখতে জ্বালানি তেল ও অন্যান্য পণ্য কিনে অর্থ সাহায্য করছে। ফলে প্রস্তাব উঠেছে—এই দেশগুলোর ওপর ৫০০ শতাংশ শুল্ক আরোপ করা হোক।
 
বর্তমানে ভারতের জ্বালানি চাহিদার বড় অংশই মেটানো হয় রাশিয়া থেকে আমদানি করা তেল দিয়ে। চীনও একইভাবে রাশিয়ার বড় ক্রেতা। ব্রাজিলসহ আরও কিছু দেশও রাশিয়ার গ্যাস ও তেলের ওপর নির্ভরশীল। মার্কিন আইনপ্রণেতাদের মতে, এই বাণিজ্যই পুতিনকে ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যেতে সাহস জোগাচ্ছে।
 
এই প্রেক্ষাপটে রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম ও রিচার্ড ব্লু মেন্থাল মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করেছেন। প্রস্তাব অনুযায়ী, যেসব দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাদের পণ্যের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। আগামী আগস্ট মাসে এই বিলটি সেনেটে উত্থাপন করা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে বিলটির পক্ষে ৮৪ শতাংশ সমর্থন মিলেছে।
 
রিপাবলিকান সেনেটর রিচার্ড ব্লু মেন্থাল সামাজিক মাধ্যমে এক্স (পূর্বে টুইটার) পোস্ট করে এই বিলকে রাশিয়ার মতো ‘অপরাধীর’ বিরুদ্ধে শক্তি প্রয়োগের যথোপযুক্ত উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, “এই বিলের মাধ্যমে ভারত, চীন ও ব্রাজিলের মতো দেশগুলোকে রাশিয়ার সঙ্গে ব্যবসার জন্য কঠিন শাস্তির মুখে পড়তে হবে।”
 
এমন সময়ে এই বার্তা এল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়াকে বহুবার বলা হয়েছে। যদি আগামী ৫০ দিনের মধ্যে পুতিন যুদ্ধবিরতিতে না আসেন, তবে রাশিয়ার পণ্যের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।”
 
উল্লেখযোগ্য বিষয় হলো, ক্ষমতায় আসার পর থেকেই ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে বিশেষ উদ্যোগী হয়েছেন। যদিও কয়েকবার পুতিনের সঙ্গে আলোচনার চেষ্টা হয়েছে, তবুও উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বিশ্বে নিজেকে শান্তির প্রতীক হিসেবে তুলে ধরতে যুদ্ধ থামানো ট্রাম্পের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
 
ফলে রাশিয়া এবং তাদের বাণিজ্যিক মিত্রদের ওপর শুল্ক আরোপের মাধ্যমে পুতিনকে আলোচনার টেবিলে আনতেই আমেরিকার এই কৌশল বলে মনে করা হচ্ছে।
 

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন  নিয়ন্ত্রণে

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন নিয়ন্ত্রণে