ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই) বলেছেন, শেখ হাসিনা ছাত্র-জনতাকে রাজাকার গালি দিয়ে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন যারা রাজাকার গালি দিচ্ছে আগামীতে জনতা তাদেরকেও প্রত্যাখান করবে। আমি জনতার উদ্দেশ্যে হাত জোড় করে বলতে চাই একবার ইসলামের পক্ষে ভোট দেন।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ দক্ষিণ জেলা আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে ফয়জুল করীম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, আগে গণতন্ত্র কী শিখুন, জানুন পরে সমালোচনা করুন। বিরোধীদলের কাজই হবে গঠনমুলক সমালোচনা, অন্যায় ধরিয়ে দেয়া। আপনারা পাশ্ববর্তী রাষ্ট্রের দিকে তাকিয়ে দেখুন তারা সরকারী দল বিরোধী দল কি ধরনের সমালোচনা করে, ভুল গুলো ধরিয়ে দেয়। আমি বিএনপির মহাসচিবকে আহ্বান জানাতে চাই, ইসলামী দলের কারা চাঁদাবাজী করে, ধর্ষণ করে, খুন করে, মিথ্যা কথা বলে, মাদক সেবন করে ধরিয়ে দিন। আপনারা মিথ্যে অপবাদ না দিয়ে সংশোধন হন, অন্যদের সমালোচনা করুন। তবে মিথ্যে অপবাদ দেয়া বন্ধ করুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, কেন্দ্রীয় স্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা. নাছির উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগনের নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, বাংলাদেশ খেলাফত মজলিস ত্রিশাল উপজেলা আমির মাওলানা আবু তাহের প্রমুখ।