দক্ষিণ আফ্রিকার মাটিতে শুরুটা দারুণভাবেই করলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক প্রোটিয়াদের ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগার যুবারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বেনোনিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের ফিফটিতে শক্ত ভিত গড়ে তোলে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আব্রার ৭০, রিজান হাসান ও মোহাম্মদ আব্দুল্লাহর ৬৩ করে ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রানের চ্যালেঞ্জিং স্কোর তোলে লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৪ উইকেট শিকার করেন জেজে বেসন।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপের মুখে পড়ে স্বাগতিকরা। ইকবাল হোসেন ইমন ও স্বাধীন ইসলামের তোপে মাত্র ৩২.১ ওভারে ১৫৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল। দুজনই নেন ৩টি করে উইকেট।
প্রোটিয়া ওপেনার ও অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়া একাই কিছুটা লড়াই করেন। ৭৯ বলে ৭২ রান করে তিনি দলকে টানার চেষ্টা করলেও সঙ্গ না পাওয়ায় ধস ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত তিনিই আউট হলে সমাপ্তি ঘটে দক্ষিণ আফ্রিকার ইনিংসের।
এ সফরে এটিই টাইগার যুবাদের প্রথম আনুষ্ঠানিক ম্যাচ নয়। সিরিজ শুরুর আগে ১৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচে অংশ নেয় তারা, যেখানে ১৯৪ রানের বিশাল জয় পেয়েছিল বাংলাদেশ।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ জুলাই এবং শেষ ম্যাচটি হবে ২২ জুলাই, উভয় ম্যাচই বেনোনিতে।
দক্ষিণ আফ্রিকায় যুবা টাইগারদের দাপট, প্রথম ওয়ানডেতে ১৩০ রানের বড় জয়
- আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:৩২:০৮ অপরাহ্ন
- আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:৩২:০৮ অপরাহ্ন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ