ঢাকা , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫ , ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিশ্বাস্য পরিবর্তন! সাহারা মরুভূমির সবুজ রূপ দেখে অবাক বিজ্ঞানীরা জাতীয় প্রেসক্লাবে মিথ্যা মামলার প্রতিবাদে বাঙালী মুসলিম যুবসংঘের মানববন্ধন গোপালগঞ্জে কারফিউ চলবে শুক্রবারেও আসিফ আদনান, জাকারিয়া মাসুদ ও মাওলানা রেজাউল করিম আবরার-এর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত জঙ্গি মামলার প্রতিবাদে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে বাঙ্গালী মুসলিম যুবসংঘ-এর ব্যানারে এক মানববন্ধনের আয়োজন করা হয় বাংলাদেশিদের ‘অনেক’ ভিসা দেওয়া হচ্ছে, দাবি ভারতের শুক্রবার ‘ফ্রি ইন্টারনেট ডে’, পাচ্ছেন ১ জিবি বিনামূল্যের ইন্টারনেট গোপালগঞ্জ পরিস্থিতি নিয়ে সেনাবাহিনীর বিবৃতি গোপালগঞ্জে কারফিউ জারি, সেনা টহলে থমথমে শহর সিরিয়ার আল-শারাকে ‘নির্মূল’ করার ঘোষণা দিলেন ইসরায়েলি মন্ত্রী সিরিয়ার সেনা সদর দপ্তরে ফের পড়ল বোমা, প্রেসিডেন্টের প্রাসাদের কাছেও হামলা বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জে সংঘর্ষের পর হাসপাতালে ৪ জনের লাশ খুলনায় পৌঁছেছেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জে রাত ৮টা থেকে ২২ ঘণ্টার কারফিউ সেনা-পুলিশ পাহারায় গোপালগঞ্জ ছাড়লেন নাহিদ-হাসনাতরা গোপালগঞ্জের হামলাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অন্তর্বর্তী সরকার ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের গোপালগঞ্জে হামলার প্রতিবাদে মশাল মিছিল করবে এনসিপি জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারে না, তারা করবে নির্বাচন: হান্নান গোপালগঞ্জে গণমাধ্যমের ওপর হামলায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের নিন্দা

জুলাই সনদ প্রক্রিয়া স্বচ্ছ ও জনসমক্ষে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১১:০১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১১:০১:১৪ অপরাহ্ন
জুলাই সনদ প্রক্রিয়া স্বচ্ছ ও জনসমক্ষে রাখতে নির্দেশ প্রধান উপদেষ্টার ছবি প্রেস উইং

জুলাই সনদ তৈরির পুরো প্রক্রিয়া যেন স্বচ্ছ হয় এবং জনগণের কাছে স্পষ্টভাবে দৃশ্যমান থাকে—এই নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

বৈঠকে কমিশনের চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ চূড়ান্ত করার লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সময় অধ্যাপক ইউনূস কমিশনের সদস্যদের ভূমিকার প্রশংসা করে বলেন, “এটি একটি ঐতিহাসিক উদ্যোগ, যা গণ-আকাঙ্ক্ষা ও অভ্যুত্থানের প্রতিফলন বহন করবে। তাই প্রতিটি ধাপ যেন স্বচ্ছভাবে ও জনগণের জানার মতো করে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে হবে।”

বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের সংলাপ শেষে আটটি বিষয়ের ওপর ইতোমধ্যেই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। আরও সাতটি বিষয়ে আলোচনা এখনো চলমান রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক ও ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং বিশেষ সহকারী মনির হায়দার বৈঠকে অংশ নেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন  নিয়ন্ত্রণে

মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন নিয়ন্ত্রণে